ভালুকায় পোষাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছেন তিনগুন বেশী ভাড়া দিয়ে

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১৮:০২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আগামী ১ আগস্ট পোষাক কারখানা চালু রাখার ঘোষনা দেয়ার পর শ্রমিকরা সিএনজি অটোরিকসা বা অন্য যে কোন উপায়ে ভেঙ্গে ভেঙ্গে তিনগুন ভাড়া বেশী দিয়ে কর্মস্থলে যাচ্ছেন।

 

সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভীড় ছিল অনেক বেশী। শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার জন্য সিএনজি, অটোরিকসা, ট্রাক ও মিনি ট্রাক দিয়ে গাদাগাদি করে এমন কি ছাদের উপর বসে কর্মস্থলে যাচ্ছেন। এতে শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কের ভালুকা বাস স্ট্যান্ড থেকে মাস্টার বাড়ী, জৈনা বাজার , মাওনা ও গাজীপুর যেতে আগের চেয়ে তিনগুন ভাড়া বেশী দিতে হচ্ছে।

 

লকডাউনের ৯ম দিন চলছে। মোবাইল কোর্ট ও সেনা বাহিনীর সদস্যরা সড়কে চলাচলরত মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছেন । যারা বিনা কারনে বেরিয়েছে তাদের জরিমানা করছেন আবার যারা যৌক্তিক কারন দেখাচ্ছে তাদের ছেড়ে দিচ্ছেন।

 

 

যাযাদি/এসআই