পূর্বধলায় মসজিদে করোনা প্রতিরোধক উপকরণ বিতরণ

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১৮:০৪

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

 

 

 

 নেত্রকোনার পূর্বধলায় করোনাভাইরাস (কোভিড ১৯) বিস্তার রোধে মসজিদের মুসল্লিদের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার জামিয়া সেহলা মাদরাসা মসজিদের প্রায় ১ হাজার মুসল্লির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, জামিয়া সেহলার মুহতামিম মাওলানা আহমদ হুসাইন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সিনিয়র সদস্য জুলফিকার আলী শাহীন, মো. সাইদুল ইসলাম, হোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মৃধা প্রমুখ।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের চলমান লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

 

যাযাদি/ এস