বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১৮:১৩

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

রবিবার খুলছে রফতানিমুখী গার্মেন্টস ও শিল্প কলকারখানা। সরকারের এ ঘোষণার পর বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শনিবার (৩১ জুলাই) বাংলাবাজার ফেরিঘাটে সকাল থেকেই  কর্মস্থলে ফেরা শ্রমিকদের আনাগোনা বাড়তে শুরু করে। গণপরিবহন বন্ধ থাকায় খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি, মাহেন্দ্র, আটো ও মোটরসাইকেলযোগে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে তারা। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের ভিড় বাড়তে থাকে ফেরিঘাটে।

 

এদিকে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে যাওয়া  প্রতিটি ফেরিতেই যাত্রীদের চাপ রয়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন রয়েছে যার মধ্যে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যাই বেশি।

 

এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ ।

 

যাযাদি/এস