আশ্রয়ন প্রকল্প-২ পরির্দশন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১৮:৫০

জুরাছড়ি (রাঙামাটি)প্রতিনিধি

জুরাছড়ি উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প-২ পরির্দশন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

 

সকালে বনযোগীছড়া ইউনিয়নে ৫টি ও জুরাছড়ি ইউনিয়নের ৫টি ঘর পরির্দশন ও সুবিধা ভোগীদের সাথে কথা বলেন তিনি।

 

পরির্দশন কালে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃমরশেদুল আলম উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য ভুমিনহীনদের ২ শতক জমিসহ ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা রঙিন টিনসেডর ঘর নির্মান করা হয়। আশ্রয়ন প্রকল্প-২ আওয়াতায় ১৭ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে ১০টি ঘর নির্মান করা হয়। আশ্রয়ন প্রকল্প-২ পরির্দশন শেষে থানা ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদ পরির্দশন করেন তিনি।

 

যাযাদি/ এস