শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সালথায় কঠোর লকডাউনের ৭ দিনে ৪৫ জনকে ৩৬৫০০ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
  ৩১ জুলাই ২০২১, ১৯:২৫

ফরিদপুররের সালথা উপজেলায় কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন। সাথে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার সদস্যরা। গত সাত দিনের কঠোর লকডাউনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জন কে ৩৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে বিরামহীনভাবে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

গত সাত দিনে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। ১ম দিন শুক্রবার (২৩ জুলাই) ১জন কে ১ হাজার টাকা, ২য় দিন শনিবার (২৪ জুলাই) ৭ জনকে ৩ হাজার ৫শত টাকাড়, ৩য় দিন রবিবার (২৫ জুলাই) ১৮ জন কে ২১ হাজার ৫ শত টাকা, ৪র্থ দিন সোমবার (২৬ জুলাই) ৩ জনকে ১ হাজার টাকা, ৫ম দিন মঙ্গলবার (২৭ জুলাই) ৬ জনকে ২ হাজার ৫শত টাকা, ৬ষ্ঠ দিন বুধবার (২৮ জুলাই) ৫ জনকে ৩ হাজার টাকা, ৭ম দিন বৃহস্পতিবার (২৮ জুলাই) ৫ জন কে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সুত্রে আরও জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কীনা তা পরিদর্শনে সালথা উপজেলা নির্বাহী অফিসার ও যৌথ বাহিনীর সদস্যসহ সালথা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় টিকটক ভিডিও বানাতে বাইরে, কারো বাসায় দাওয়াত খেতে বাইরে, কেউ বন্ধুদের সাথে অকারণে আড্ডা দিতে বাইরে, অকারণে দোকানে বসে আড্ডা দেওয়া, দোকান খোলা রাখা, অকারণে বাইরে ঘোরা-ফেরা করাসহ লকডাউনের নির্দেশনা অমান্য করার অপরাধে ৭ দিনে ৪৫ জনকে ৩৬৫০০ টাকা জরিমানা করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বলেন, করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচতে চাইলে ঘরে থাকুন। নিজে বাঁচুন, আমাদেরকেও বাঁচতে দিন। সরকারি সকল বিধি নিষেধ মেনে চলুন, করোনা ভাইরাস সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে