কাপাসিয়ায় বিধিনিষেধ ভঙ্গের দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ১৫:৪২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

 

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গাজীপুরের কাপাসিয়ায় বিধিনিষেধ ভঙ্গের দায়ে ১২টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

এসব মামলার বিপরীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ২১ হাজার পাচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপাসিয়া সদর বাজারে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান চলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মানুষকে ঘরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণাও চালান এবং এ অভিযান অব্যাহত তাকবে বলেও জানান। এসময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

যাযাদি/ এমডি