ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে ফেরার পথে শিশুসহ ৭ বাংলাদেশী আটক

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ২০:৩৯

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্তে নারী শিশুসহ ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।

 

আটককৃত বাংলাদেশীরা হলেন- ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১) তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), ছেলে আরমান আলী (০৮),কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬),তার স্ত্রী পারভীন বিবি (২১) ছেলে পারভেজ মন্ডল (০৬), নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)।

 

আটককৃতদের মধ্যে দুই শিশুকে ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে। বয়সপ্রাপ্ত বাকী ৫ জনের বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। 

 

 বিজিবি সূত্র জানায়, আটককৃত বাংলাদেশীরা সোমবার ভোরে ভারতের দিনহাটা থানার সেউটি-২ গ্রামে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২/৭ এর পাশ দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

 

পরে তারা ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার সময় লালমনিরহাট ১৫ বিজিবির অধিনস্থ ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানী  বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। 

 

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনস্থ কাশিপুর কোম্পানীর বিজিবি কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে আটককৃত শিশুসহ ৭ বাংলাদেশী বাংলাদেশ প্রবেশ করে। সীমান্ত পাড় হয়ে তারা অবৈধভাবে দেশে আসার অপরাধে তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। 

 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, সীমান্তে বিজিবির হাতে আটক শিশু.নারীসহ ৭ বাংলাদেশীকে বিজিবি থানায় সোপর্দ করেছে। এদের মধ্যে থেকে দুই শিশুকে ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।

 

বাকী বয়সপ্রাপ্ত ৫ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়েছে বিজিবি। মামলার ৫ জনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগাওে পাঠানো হয়েছে।

 

যাযাদি/এস