সোনাগাজীতে গ্রামীণ সড়কগুলো ভেঙে জনদুর্ভোগ

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ২০:৪১

সোনাগাজী / ফেনী প্রতিনিধি

সোনাগাজী উপজেলার গ্রামীণ পাকা সড়কগুলোর বেহাল দশা ও ১৫টি কালভার্ট ভেঙে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কোনো কোনো সড়কে যান ও মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। যার ফলে স্থানীয় জনসাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়, সদর ইউনিয়নের তেলিয়া ছড়া, আকবর চারাশি, শাহাপুর বাদামতলী, সোনাপুর লেমুয়া, ছাড়াইতকান্দি ড. সিএস করিম, ছাড়াইতকান্দি অধ্যক্ষ নিতাই বাবুর বাড়ি, মনগাজী-তেমুহনী, চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার-জমাদার বাজার, আমির হাফেজ সড়ক, ইসলামপুর থেকে নবী উল্যাহর বাজার, শেখ ফরিদ রোড, সোনাগাজী-গণস্বাস্থ্য কেন্দ্র, চরদরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম তদন্ত কেন্দ্র, নামার দোকান সড়ক, সেলিম আলদীন, কারামতিয়া নাড়ুমিয়ার হাট, জমাদার বাজার-কাজীর হাট, নবী উল্যাহর বাজার-কাজীর হাট, পশ্চিম চরদরবেশ মুজিব রোড, মঙ্গলকান্দি ইউনিয়নের লকুর দোকান ছোট ঈদ গাঁ, রাজাপুর-আকিলপুর, উকিল বাড়ির দরজা-আনন্দিপুর, আকিলপুর মঙ্গলকান্দি, ডা. সারোয়ার জাহান বাড়ি-লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমপুর প্রাথমিক বিদ্যালয়, সাতবাড়িয়া রাজাপুর, চরমজলিশপুর ইউনিয়নের চরমজলিশপুর-তালতলী বাজার, মজলিশপুর-বাংলা বাজার, মাদ্রাসা মোকাম- দশআনী, চরগোপাল গাঁও সড়ক আবু বক্কর সড়ক, বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান সড়ক, মাস্টার মহি উদ্দিন সড়ক, বড় ঈদ গাঁ, তাকিয়া বাজার-বাংলাবাজার, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর লেমুয়া, বাদামতলী-১নং স্লুইসগেট সড়কসহ প্রায় অর্ধশত সড়ক ভেঙে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

 

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কগুলোর বিভিন্ন অংশে কংক্রিট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে প্রতিদিন কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে। এছাড়া সড়কগুলোর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ১৫টি কালভার্টও ভেঙে গেছে। কোনো কোনো সড়কের কংক্রিট ও মেকাডম ভেঙে কাঁচা মাটির সড়কে পরিণত হয়েছে। এতে জনমনে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজ করেছে।

 

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, করোনার অজুহাতে দীর্ঘ দিন সোনাগাজীর উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। সড়কগুলোর উন্নয়ন কাজ দ্রুত করার দাবি জানান তিনি।

 

স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকোশলী মো. মনির হোসেন বলেন, ইতোমধ্যে উপজেলার ৩১টি গ্রামীণ সড়ক ও ৮টি কালভার্ট সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আবেদন পাঠিয়েছি।

 

যাযাদি/এস