সাভারে শ্রমিক নেতা অপহরণের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ২০:৪৮

সাভার প্রতিনিধি

সাভারে শ্রমিক নেতা রতন অপহরন ও মারধরের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাভারের রানা প্লাজার প্রতিবাদ প্রতিরোধ শহীদ বেদীর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে অভিযুক্ত রাজু আহমেদসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানানো হয়।

 

ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও প্রধান আসামীসহ অন্যান্য আসামী গেপ্তার না হওয়ায় অসন্তশ প্রকাশ করে মানবন্ধনে অংশগ্রহনকারী শ্রমিক নেতা-কর্মিরা। এসময় শ্রমিক নেতারা বলেন, হটাৎ করে একজন শ্রমিক নেতাকে গুম করার মানে কি? আমরা শ্রমিকদের নিয়ে কাজ করি। এভাবে একজন শ্রমিক নেতাকে অপহরন করার কোনো মানে হয় না। আগামী ৭২ ঘন্টার ভেতর যদি তাদের গ্রেফতার না হয়। তাহলে আমরা শ্রমিক সংগঠনগুলো আরও বড় কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

 

মানববন্ধনে বাংলাদেশ প্রগতীশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন স্বপন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি শাহআলম, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের সাংঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগসহ আরও অনেকেই।

 

যাযাদি/এস