​গাজীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ২১:৪০

গাজীপুর সদর প্রতিনিধি

 

 

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর তালতৈল এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে নয়ন (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

 

নিখোঁজ নয়ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পাচুলিপুর গ্রামের আশাদুলের ছেলে। সে মা-বাবার সাথে ভাওয়াল মির্জাপুর থেকে বাহাদুরপুর প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করতো।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ আগষ্ট) সকাল এগারটার দিকে মাছ ধরতে এসে ৫ বন্ধু  সাঁতরে নদী পার হওয়া সময় নদীর পানির স্রোতের সাথে ভেসে যায়। এসময় চারজন বেঁচে  উঠে আসতে পারলেও একজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ডবুরীদল উদ্ধার অভিযান শুরু করে।

 

 স্থানীয় প্রত্যক্ষদর্শী বকুল মিয়া  জানান, আমি তিন জনকে উদ্ধার করতে পারলেও নদীতে পানির প্রচুর স্রোত থাকায় নিখোঁজ নয়নের হাত ধরে রাখতে পারিনি। তাদের তিন জনকে উদ্ধার করার পরে আর নয়নকে খুঁজে পাইনি।

 

নিখোঁজ নয়নের বড় ভাই রাজা মিয়া জানান,  আমার ছোট ভাই নয়নকে পরিকল্পিতভাবে নদীতে নিয়ে গিয়ে হত্যা করেছে বলেও জানান।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা দুটি ইউনিটের ডবুরী চার ঘন্টা খোঁজাখুঁজি করে কোথাও নয়নের খোঁজ পাওয়া যায়নি।

 

যাযাদি/ এস