বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​ রামগতি উপজেলা ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে 'সেন্ট্রাল অক্সিজেন লাইন' স্থাপন

রামগতি( লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ০৩ আগস্ট ২০২১, ১০:৫৩

লক্ষ্মীপুরের রামগতিতে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্বাপন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এবং সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফ্ফার, লক্ষ্মীপুরের উদ্যোগে এ অক্সিজেন লাইন স্বাপন করা হয়।

২ আগস্ট সোমবার শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ এর সহযোগিতায় স্থাপিত অক্সিজেন লাইনটি উদ্বোধন করেন শরাফ উদ্দিন আজাদ সোহেল, চেয়ারম্যান রামগতি উপজেলা পরিষদ।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল মোমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামগতি লক্ষ্মীপুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার, মোহাম্মদ সোলাইমান অফিসার ইনচার্জ (ওসি) রামগতি থানা, এছাড়াও হাসপাতালের ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ আমির ফয়সাল, ডাঃ ফারজানা হক লিজা, ডাঃ সমিক পাল, ঝুলন বড়ুয়া, ডাঃ ঈশিতা সাহা।

উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ কামনাশীষ মজুমদার জানান,হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবার জন্য দেশের শীর্ষস্থানীয় কোম্পানি আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় ৮ টি গ্যাস সিলিন্ডার পেয়েছি, এতে একসাথে ২০ জন রোগীর সেবা দেয়া সম্ভব হবে, আবুল খায়ের গ্রুপের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, আরো বিত্তবানদের এধরনের সেবা মুলক কাজে এগিয়ে আসার আহবান থাকলো।

এ সময় ১ জন করোনায় আক্রান্ত রোগীর জরুরী অক্সিজেন প্রয়োজন হলে সাথে সাথে অক্সিজেন প্রদান করা হয়।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে