​ আশুলিয়ায় মাদক বিক্রেতাদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত কিশোর

প্রকাশ | ০৩ আগস্ট ২০২১, ১৪:৪৩

সাভার প্রতিনিধি

 

 

মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাভারের আশুলিয়ায় এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর থেতলে দিয়েছে মাদক বিক্রেতারা।

সোমবার রাতে আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা চারালপাড়া এলাকায় এঘটনা ঘটে।

 

আহত কিশোরের নাম জীম ইসলাম (১৪)। সে বসুন্ধরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।

 

আহত কিশোর জানায়, আশুলিয়ার বসুন্ধরা এলাকায় কয়েকজন যুবক মাদক ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন ধরে। পরে সে প্রতিবাদ করলে মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে ভোর রাতে ওই কিশোর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর থেতলে দিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।

 

এবিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায় অভিযোগ পেলে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

যাযাদি/ এমডি