বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্ট’রর সুরক্ষাসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ১০ আগস্ট ২০২১, ১৯:৩০

মৌলভীবাজারে কোভিড-১৯ নিয়ে মৃত্যুবরণকারীর লাশ দাপন-কাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ৪টি সংগঠনের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌর সভার বোর্ড রুমে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ট্রাস্টের পরিচালক এস এম উমেদ আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক।

সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল ২৫০ টি পিপিই, ২০০০ পিস মাক্স, ৮০০ পিস হেন্ড গ্লাভস, ৩২ জোড়া পায়ের গাম বুট, ৪০টি (২৫০ মিলি বোতল) হেন্ড সেনিটাইজার, পুরুষ ও নারী মিলে কাপনের কাপড় ২৯ সেট।

সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন, শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, ইকরামুল মুসলিমীন, জেলা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া, শেইড ট্রাস্ট মৌলভীবাজার এর জেলা সমন্নয়ক খিজির মোহাম্মদ জুলফিকার।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে