কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন : দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ | ১০ আগস্ট ২০২১, ২০:৪২

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

 মৌলভীবাজারের রাজনগরের কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজনগর উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর আব্দুল্লাহপুরস্থ গিরীন্দ্রের চড়ায় অভিযান চালান রাজনগরের সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়। 

 

জানা যায়, ওই এলাকাসহ ফতেপুরের ভাটি এলাকায় দীর্ঘ দিন যাবৎ অবৈধ পথে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা আয় করেছে একটি চক্র। এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার ওই এলাকায় অভিযান চালালে তাৎক্ষণিক বালুখেকো লিটন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করেন। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার এ প্রতিবেদককে বলেন, ‘সরেজমিনে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালাই। এ সময় লিটন মিয়া নামের এক ব্যক্তি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। তাৎক্ষণিক তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

 

যাযাদি/ এস