মঠবাড়িয়ায় সাফা কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্তের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২১ আগস্ট ২০২১, ১৮:১৭

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সর্বস্তরের শিক্ষকবৃন্দ কর্তৃক আয়োজিত শনিবার সকাল ১১ ঘটিকায় মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজে সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেফতারে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সর্বস্তরের শিক্ষক সমাজ। মঠবাড়িয়ার স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক উল্লেখ করেন, ফরিদা ইয়াসমিন সাফা ডিগ্রি কলেজের একজন অফিস সহকারী। তিনি চাকরিবিধি মেনে তার ওপর আরোপিত দায়িত্ব পালন করেন না বলে আমরা অবগত। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল ইতিপূর্বে তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করলেও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। তার কর্তব্যে অবহেলা অন্য কর্মচারীদের কর্মস্পৃহায়  নেতিবাচক প্রভাব ফেলেছিল। সর্বশেষ গত ১৫/০৮/২০২১ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সরকারঘোষিত কর্মসূচিতে তিনি কলেজে উপস্থিত হননি। ১৬/০৮/২০২১ তারিখ সকাল ১০.১৫টায় অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল এ ব্যাপারে ফরিদা ইয়াসমিনকে জবাবদিহি করলে তিনি তার উত্তর না দিয়ে বরং ক্ষিপ্ত হয়ে বিনয় কৃষ্ণ বলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। যে ঘটনার সিসিটিভি ফুটেজে কলেজের ক্যামেরায় ধারণকৃত রয়েছে। আমরা মনে করি এটি পুরো শিক্ষক সমাজের ওপর হামলা বলে পরিগণিত হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। নিন্দনীয় ঘটনাকে নিন্দা জানিয়ে মঠবাড়িয়া উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে তীব্র প্রতিবাদ ও অভিযুক্ত ফরিদা ইয়াসমিনকে ৭২ ঘণ্টার মধ্যে থানা পুলিশকে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় শিক্ষক সমাজ আগামী মঙ্গলবার ২৪ আগস্ট মানববন্ধনসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে।

 

যাযাদি/ এস