বাংলাদেশ ৬৪ জেলা রেন্ট-এ কার চালক ঐক্য পরিষদের মতবিনিময় সভা
প্রকাশ | ২৪ আগস্ট ২০২১, ১৯:২৭

'একতাই শক্তি, একতাই বল' এ প্রতিপাদ্যে বাংলাদেশ ৬৪ জেলার রেন্ট-এ-কার চালক ঐক্য পরিষদ (অনলাইন গ্রুপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে হোটেল নূর মহলে বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত চালকদের উপস্থিতিতে এ মতবিনিময় সেবা মিলন মেলায় পরিণত হয়।
৬৪ জেলা ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ মকবুলের সঞ্চালনায় ও মোঃ হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন দুলাল। বিশেষ অতিথি- উপদেষ্টা শাহ্ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সভাপতি মাসুদ রানা, মোঃ রিপন, মোঃ আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম রুশো, মোঃ ইকবাল কবির, আবু বক্কর, মোঃ নজরুল, আবু সাঈদ, ইসলাম নজির, রবিউল হাসান সরওয়ার, শহীদুল ইসলাম, মোঃ ওসমান, কাজল চৌঃ, জুবায়েদ, নুরুল আবছার ও বাংলাদেশ সকল অনলাইন গ্রুপের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান বলেন, 'সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সদস্য সংগ্রহ করে করা হয় স্থানীয়ভাবে আলাদা আলাদা অনলাইন গ্রুপ। এরপর সবাইকে একতাবদ্ধ করে আমাদের পথ চলা শুরু। আমাদের মূল উদ্দেশ্য অনলাইন রেন্ট-এ কার এর স্বাভাবিক অবস্থা ফেরত আনা। বাংলাদেশের ৬৪ জেলায় অনলাইন গ্রুপের মাধ্যমে চালকদের মধ্যে ঐক্য গড়ার লক্ষ্যে আমরা কাজ করব।'
যাযাদি/এস