সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

প্রকাশ | ২৫ আগস্ট ২০২১, ১৪:৩৪

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে ৫শ’ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

দেশব্যাপী মানববন্ধন এ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২৫ আগস্ট) মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখ সড়কে সাংবাদিক রেজাউল ইসলামের সঞ্চালনায় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এ মানববন্ধন হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলার জনগণের ওপর চেপে বসা ১/১১ সরকারের একক আধিপত্যকে তাদের দূর্বার লিখনীর মাধ্যমে খিড়কির দরজা দিয়ে পালাতে বাধ্য করা হয়েছিল। কিছু সংখ্যক সাংবাদিকের অনুসন্ধানী লিখনীর ধারাবাহিকতা অব্যহত রয়েছে বিধায় দুর্নীতিবাজরা অনেকটা কোনঠাসা হয়ে আছে। যে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রির্পোর্টার সাঈদুর রহমান রিমন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা শামছুল হকের সীমাহিন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরলে ক্ষুব্ধ হয়ে তিনি দেশ বরেণ্য সাংবাদিক ও কলামিষ্ট নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে ৫শ’ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। যে মামলা অতি দ্রুত প্রত্যাহারের দাবিতে সকল গণমাধ্যম কর্মীরা দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে একত্রিত হয়েছেন।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি আব্দুর রহমান আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুম্মান হাওলাদার, সাংবাদিক মর্তুজা।

 

এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ নাসীর আহম্মেদ (মুন্সি), সংগঠনটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম তারেক, এজাজ উদ্দিন চৌধুরী, মাসুম ফরাজী, মোঃ আবু জাফর, রুম্মান তালুকদার বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।

 

যাযাদি/এমডি