​মধ্যনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২৬ আগস্ট ২০২১, ১৮:৫৭

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

 

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা সদর বাজারের সরকারি পুকুর দখল করে গড়ে উঠা প্রায় ২৫টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর  বাজারের মাঝামাঝি স্থানে অবস্থিত প্রায় দুই একর আয়তনের সরকারি পুকুরটি স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তা ভরাট করে দখলে নিয়ে পুকুরটির চারপাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। ইতোমধ্যে মধ্যনগর থানাকে উপজেলা ঘোষণা করায় এ পুকুর দখলের বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধ দখলদার জসিম মিয়া, জামাল হোসেন, রহুল আমিন খান, কৃপেশ সরকার, আব্দুর রহিম ও ফজল হকসহ  প্রায় ২৫ জনের গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

যাযাদি/এস