বিশ্বনাথে ফ্রি অক্সিজেন সাপোর্টের জন্য মতবিনিময়

প্রকাশ | ২৭ আগস্ট ২০২১, ২১:২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মহামারি করোনাভাইরাসে অসহায় রোগীদের ফ্রি অক্সিজেন দিয়ে সেবাদানকারি ‘বিশ্বনাথ ফ্রি অক্সিজেন সাপোর্ট’ সংগঠন।

 

শুক্রবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে ‘ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’র একমাস পুর্তি উপলক্ষে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের টিম প্রধান ফজল খানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আব্দুল বাতিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী নেতা ছামির মাহমুদ।

 

এসময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাশ জয়, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, সিনিয়র সাংবাদিক কাজী জামাল উদ্দিন, সদস্য আশিক আলী, বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, সংগঠনের সদস্য ইকবাল হোসেন ও শিপন আহমদ।

 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কামাল হোসেন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস ছালাম, কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম, সাংবাদিক নুর উদ্দিন, ফটোসাংবাদিক শফিকুল ইসলাম শফিক। ‘বিশ্বনাথ ফ্রি অক্সিজেন সাপোর্ট’ সংগঠনের কর্মী আবু সুফিয়ান, আমিনুল ইসলাম, আব্দুন নুর, আবুল হাসান, মঈন উদ্দিন, সাজহারুল ইসলাম সাব্বির, কামরুল ইসলাম সাব্বির, এমদাদুল হক মিলন, সাহাব উদ্দিন নাদেল, আকবর আলী, কামরুল ইসলাম, মাসুম উদ্দিন।

 

যাযাদি/ এমডি