শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বানিয়াচংয়ে সেন্ট্রাল অক্সিজেন মেনিফোল্ড স্থাপন

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি
  ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে কোভিড-১৯য়ে আক্রান্ত তীব্র শ্বাস-কষ্টের রোগী ও সাধারন শ্বাস-কষ্টের রোগীদের সহায়তায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন মেনিফোল্ড স্থাপন প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে।

হবিগঞ্জ জেলার মধ্যে প্রথম এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

জাইকার অর্থায়নে উপজেলা এলজিইডি অফিসের মাধ্যমে বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে একই সাথে ১৫ জন রোগীকে হাসপাতালের বেডে রেখেই অক্সিজেন সেবা দেওয়া যাবে।

এতে করে রোগীদের ভোগান্তি ও কমবে চিকিৎসক ও নার্সদের ও কোন রকম হিমশিম হতে হবেনা।

৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকল্পটির উদ্ধোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা শামীমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার(ভূমি) আফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম,ডাঃ ইশতিয়াক রহমান,ডাঃ সজীব হাসান,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা যুবলীগ সহসভাপতি ছায়েব আলী, সাংবাদিক শেখ জোবায়ের জসিম,ফরহাদ হোসেন সুমন,আনোয়ার হোসেন,ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান খান মামুন,এসকে রাজ প্রমূখ।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে