​ বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ভাসছে : এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

 

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে ভাসছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের খাদ্য ঘাটতি পূরণ,  স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থান সৃষ্টিসহ সকল ক্ষেত্রেই দেশে অভূতপূর্ব উন্নয়নকাজ সাধিত হয়েছে।

 

শনিবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করায় ও সদ্যঘোষিত মধ্যনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মধ্যনগর বাজাবে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক গণসংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন,  দেশ তথা দেশের মানুষের উন্নয়নের জন্য ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

 

জননেত্রী শেখ হাসিনা হাওর ও হাওরাঞ্চলের  মানুষকে অত্যন্ত ভালোবাসেন বিধায় এই অল্প দিনের মধ্যেই সুনামগঞ্জের ১ আসনের প্রায়  ৬০০ কিলোমিটার রাস্তা পাকা  করা হয়েছে।

 

এছাড়াও এ আসনে অসংখ্য ব্রিজ, কালভার্ট,  সাব মার্জেবল রোড নির্মাণ ছাড়াও হাওরাঞ্চলের মানুষের  ভাগ্য উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টিসহ আরও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এ সরকার কাজ করে যাচ্ছে।  যা এত অল্প সময়ে দেশের আর কোনো আসনে করা সম্ভব হয়নি।

 

অনুষ্ঠানে সংবধির্ত নেতা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী হাওরের মানুষকে ভালোবাসেন বলেই তিনি আমাকেও ভালোবাসেন।  আর এজন্যই  হাওরাঞ্চলের উন্নয়নে আমি তার কাছে যত প্রকল্পই নিয়ে যাই তিনি তা স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করেন বিধায়ই আজ এত অল্প দিনের মধ্যেই হাওর এলাকায় এত উন্নয়ন করা সম্ভব হচ্ছে।

 

তিনি আরও বলেন, ‘আমি হাওর এলাকার সন্তান। তাই আমি এ এলাকার মানুষের সকল দুঃখকষ্ট, অভাব-অনটন সবই আমার জানা আছে বলেই আমি আপনাদের জন্য তথা দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কারণ আমার কোনো চাওয়া পাওয়া নেই।

 

মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে ও মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এ গণসংবর্ধনা ও সুধী সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দিন,  সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,  ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন তালুকদার, মধ্যনগর যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার প্রমুখ।

 

যাযাদি/ এস