নোয়াখালীতে সরকারি কর্মকর্তাদের ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রস্তুতি নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

 

 

ঘূর্ণিঝড় পূর্বাভাস পাওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নোয়াখালীতে সরককারি কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার জেলা শহরের হোয়াট হলে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট এ ওরিয়েন্টেশন আয়োজন করে।

 

ওরিয়েন্টেশনে নোয়াখালী সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ ঘূর্ণিঝড় পূর্বাভাস পাওয়ার পর নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা ও সুপারিশ তুলে ধরেন।

 

ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসন মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সেক্রেটারি অ্যাডভোবেট শিহাব উদ্দিন শাহিন, জেলা ইউনিটের উপ পরিচালক এম এ করিম।

 

যাযাদি/ এস