২০৪১ বাস্তবায়নে আনসার ও ভিডিপিকে উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে হবে : নেত্রকোনা জেলা প্রশাসক

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৩

চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

 

নেত্রকোনা জেলা আনসার ও ভিডিপির অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষন পুরুষ (দ্বিতীয় ব্যাচ) বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

 

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষন কেন্দ্রে জেলা কমান্ড্যান্ট আবদুস সামাদের সভাপতিত্বে এবং সার্কেল এডজুট্যান্ট মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিথ ছিলেন এনডিসি মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ প্রশিক্ষকবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভিশন ২০৪১ বাস্তবায়নে আনসার ও ভিডিপির সকল সদস্যকে উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমান এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে উত্তরনে বাংলাদেশ আনসার ও ভিডিপির সকল সদস্যকে নিরলসভাবে কাজ করতে হবে।  

 

যাযাদি/ এস