​নীলফামারীতে পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪

স্টাফ রিপোর্টার নীলফামারী

 

চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে তিন বছরে নামিয়ে আনার প্রতিবাদসহ চারদফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে বুধবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ নীলফামারী জেলা শাখা।

 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

 

নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী সিদ্দিক সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সংগ্রাম পরিষদের সদস্য সচিব ফরহাদ আলী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া ও সাধারণ সম্পাদক হায়দার আলী, আইডিইবি কিশোরগঞ্জ উপজেলা সভাপতি প্রতাপ চন্দ্র রায়।

 

সভায় চার বছরের শিক্ষা কোর্স নামিয়ে আনার উদ্যোগ বন্ধ, বিএনবিসি ২০২০ এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা নিরসনের দাবী জানানো হয়।

 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ও নির্দেশিত চারদফা দাবী বাস্তবায়নে অর্থমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতারা।

 

যাযাদি/ এস