শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ার উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন : এড ফরিদ

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুতুবদিয়া উপজেলায় বুধবার ৪টি ইউনিয়নে আ'লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী ২০ সেপ্টেম্বর (সোমবার) ইউপি নির্বাচনে উন্নয়নে নৌকায় ভোট দিন। এখানে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকের পক্ষে কাজ করুন। উন্নয়নের ধারা ব্যাহত না হয়। নৌকা মানেই উন্নয়ন। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে রায় দিন।

আলী আকবর ডেইল ইউপি নির্বাচনের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান বলেন, কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নকে পৌরসভা দেখতে চান? পর্যটন নগরী দেখতে চান? সুপার ডাইক বেড়ীবাঁধসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চান? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথা আ'লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে হবে।

কাইমুল হুদা বাদশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, গ্রামকে শহর করার পরিকল্পনা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ছোঁয়া কুতুবদিয়ায় লেগেছে। পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে শিক্ষা, রাস্তা ঘাটসহ বিভিন্ন উন্নয়ন এ সরকারের সময়ে সমান তালে গতিতে এগিয়ে চলছে দ্বীপের উন্নয়ন। সুতরাং উন্নয়ন অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তথা নৌকা প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এতে আরও যারা বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ'লীগের সহ সভাপতি আজিজুল হক, জেলা আ'লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, জেলা আ'লীগের সদস্য শফিউল আলম কুতুবী, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম সহ প্রমুখ।

একই দিন উপজেলার বড়ঘোপ ইউনিয়ন আ'লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন আ'লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজমগীর মাতবর ও লেমশীখালী ইউনিয়নে আ'লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম পৃথক ৪টি পথসভায় স্ব স্ব ইউনিয়নের প্রার্থীরা সভাপতিত্ব করেন।

উল্লেখ, আলী আকবর ডেইল ইউনিয়নে জেটিঘাট, বড়ঘোপ ইউনিয়নে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, কৈয়ারবিল ইউনিয়নে ঘিলাছড়ি ও লেমশীখালী ইউনিয়নে চৌমুহনী বাজার এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে