​নেত্রকোনায় বঙ্গবন্ধুর ম্যুরাল চেতনার বাতিঘর নির্মাণ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

 

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রাঙ্গনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘চেতনার বাতিঘর’ এর নির্মান কাজ শুরু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে চেতনার বাতিঘরের নির্মান কাজ প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কাজি মো. আবদুর রহমান।

 

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন, আরডিসি মো. সেলিম মিঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ মাহফুজা সুলতানা,  খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম, মদন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) বুলবুল আহমেদ, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা,  সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. খবিরুল আহসান, আটপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুলতানা রাজিয়াসহ সকল ইউএনএ,এাাসিলেন্টবৃন্দ,  নির্বাহী ম্যাজিষ্ট্রেট (নেজারত ডেপুটি কালেক্টর) মো. সাইফুল ইসলাম, নাজির শেখর সরকার প্রমুখ।   

 

যাযাদি/ এস