আনোয়ারায় সাপের ছোবলে মহিলা ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে  সাপের ছোবলে পারভীন আক্তার (৫০) নামের সাবেক এক মহিলা ইউপি সদস্যের মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুইটার দিকে বসত ঘরের ভেতরে পারভীন আক্তারকে বিষাক্ত সাপে কামড় দিলে স্বজনরা তাকে আনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত পারভীন আক্তার হাইলধর ইউনিয়নের দক্ষিণ হাইলধর গ্রামের মোরশেদুল আলমের স্ত্রী। তার ৪জন ছেলে সন্তান রয়েছে।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারভীন আক্তার নিজ ঘরের আলমারি থেকে কাপড় বের করার সময় আলমারির ড্রয়ারের ভেতর থেকে বিষাক্ত সাপ তার পায়ের কামড় দেয়। পরে স্বজনরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মেজবাহ উস্ সালেহিন বলেন,দুপুর ২ টার দিকে সাপে কাটা পারভীন আক্তার নামে এক মহিলাকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষা করে দেখা যায় তার মৃত্যু হয়েছে।

 

যাযাদি/ এস