সেনবাগে অক্সিজেন সেবা,ফ্রি ব্লাডগ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচী চালু করল নাজিরনগর যুবকল্যাণ সংঘ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

সেনবাগ (নোয়াখালী ) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে বিনামূল্যে বন্ধু অক্সিজেন সেবা,ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচী চালু করল স্বেচ্ছাসেবী সংগঠন  নাজিরনগর যুবকল্যাণ সংঘ।শুক্রবার বিকেলে নাজিরনগর ঈদগাহ মাঠে সংগঠনের উপদেষ্টা ও সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসির সভাপতিত্বে ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক এয়াছিন আরাফাতের সঞ্চালনায় উক্ত  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট দানবীর সৈয়দ মোঃ হারুন।

 

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক , ঈদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি লায়ন জসিম উদ্দিন ,অর্জুনতলা ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি , বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এডভোকেট জাকির হোসেন জুয়েল , সংগঠনের  উপদেষ্টা  আবু সুফিয়ান দুলাল, কানকিরহাট কলেজের প্রভাষক আবদুর জব্বার, নুর মোহাম্মদ মিহির চৌধুরী।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অহিদুর রহমান, ক্লাবের উপদেষ্টা মকবুল হোসেন মঞ্জু, সিলোনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ , মিজানুর রহমান ভূঁইয়া, হাফিজুর রহমান পলাশ,সংগঠনের সভাপতি আবদুস সোবহান প্রমূখ।

 

এ সময় প্রধান অতিথি জনাব সৈয়দ হারুন ক্লাবের ঘর নির্মাণ ও পাঠাগার  স্থাপনের জন্য লায়ন্স ক্লাব সেনবাগের পক্ষ থেকে ৩০ হাজার টাকা ও তার ব্যক্তিগত পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

 

পরে অতিথিবৃন্দ বেলুন ও  পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

 

যাযাদি/ এস