শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সহকর্মীকে ট্রেনে তুলে দেয়া হলোনা কাস্টমস কর্মকর্তা শাহাজোত আলীর

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮

সহকর্মীকে ট্রেনে তুলে দেয়া হলোনা কাস্টমস কর্মকর্তা শাহাজোত আলীর (৪০) পথিমধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধা সাড়ে ৭ টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের রেলগেট বাজারে ফুলবাড়ী -রংপুর মহাসড়কে।

বিপরীত মুখি ( ঢাকা মেট্র ট ২৪-০০৯২) একটি পাথর বাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক ও ট্রাক চালক রাজিউর রহমানকে আটক করেছে পুলিশ।

নিহত শাহাজত আলী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নুনতর রাজবাটী বাজারের হাজি সুলতান আলীর ছেলে। তিনি হিলি কাস্টমসের পরিদর্শক ছিলেন।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, নিহত শাহাজোত আলীর সহকর্মী কাস্টম কর্মকর্তা আমিনুর রহমানকে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য শাহাজোত আলী এবং হরিশচন্দ্রসহ হিলি থেকে একটি মোটরসাইকেলে যাত্রা করেন। তারা ফুলবাড়ী উপজেলার রেলগেট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ওই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহাজোত আলী। একই ঘটনায় অন্য দুজনও আহত হয়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে