শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চকলেট মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মারিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়ার মৃত্যু হয়। একই ঘটনায় মারিয়ার বড় বোন লিজা-(৩) হাসপাতালে ভর্তি রয়েছে।

শিশু মারিয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের মো. রহিছ আলীর মেয়ে। শিশুদের দাদা আলী নেওয়াজ বলেন, বাড়ির ঘরে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় ঘরের মধ্যে ইঁদুর মারার ট্যাবলেট রাখা হয়। শনিবার সকালে মারিয়া ও লিজা সবার অগোচরে চকলেট মনে করে ইঁদুরের ট্যাবলেট খেয়ে ফেলে। এক পর্যায়ে অচেতন হয়ে যায়। অচেতন অবস্থায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করি। শনিবার বিকেলে শিশু মারিয়া মারা যায়। লিজার চিকিৎসা চলছে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঁদুরের ট্যাবলেট খেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারিয়া নামে এক শিশু মারা গেছে বলে শুনেছি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে