মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

​ বাঁচতে চায় ছয় বছরের সুমাইয়া

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৮

নীলফামারীর ডিমলায় বাঁচতে চায় হার্ডের জটিল রোগে আক্রান্ত ছয় বছরের সুমাইয়া।

উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও একই গ্রামের দিনমজুর বাবু রহমান, তহুরা বেগমের মেয়ে সুমাইয়া (৬) জন্মের ১০ মাস পর হতে হার্ডে ছিদ্র জনিত রোগে ভুগছেন।

সুমাইয়া বর্তমানে ঢাকা বারডেম হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিষ্ট ডাঃ মোঃ জয়নাল আবেদিনের চিকিৎসা ও তত্বাবধানে রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ সুমাইয়ার হার্ডের চিকিৎসায় তিন লক্ষ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন। এরমধ্যে সুমাইয়ার ডানচোখেও সমস্যা দেখা দেওয়ায় রংপুরের দ্বিপ আই কেয়ার হাসপাতাল সুমাইয়ার চোখে লেঞ্চ পড়াতে হবে বলে জানিয়েছেন। কিন্তু গরিব অসহায় দিনমজুর পিতা বাবু রহমান ও মাতা তহুরা বেগম অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করাতে না পারায়।

শিশুকন্যা সুমাইয়াকে বাঁচাতে দেশ বিদেশের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার-০১৭৩৭৩৮৭১৬৩ (সুমাইয়ার পিতা বাবু রহমান)।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে