মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাধবদীতে বাইক দূর্ঘটনায় ২ ছাত্র আহত

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৮

বন্ধুর বাইক নিয়ে ২ স্কুল ছাত্র সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হচ্ছে। আহতরা হলেন মাধবদী বিরামপুর এলাকার জয়নালের ছেলে ফুয়াদ ও একই এলাকার জসিমের পুত্র উদয়। প্রত্যক্ষদর্শীরা জানান আজ (১৯) সেপ্টেম্বর দুপুর দেড়টায় নরসিংদীর মাধবদী পুরাতন বাসস্টেন্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একি দিক থেকে আসা একটি বাসের সাথে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যানের (ঢাকা মেট্রো-উ ১২-২৯৫২) চাকার নিচে পরে যায় মোটরসাইকেলসহ দুই আরোহী। মোটরসাইকেলটি দুমরেমুচকে বহুদূর নিয়ে যায় গাড়িটি। পরে আসঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা হাসপাতালের পথে আছে আহতরা। জানা যায় মাধবদী বিরামপুর এলাকার ঠিকাদার রাজ্জাকের পুত্র সাগরের নাম্বারবিহীন একটি মোটরসাইকেল নিয়ে মাধবদী থেকে পুরি- সিঙ্গারা আনতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।

ঘটনার সংবাদ পেয়ে মাধবদী থানার সাব ইনসপেক্টর মোঃ ফরহাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করেন ও ঢাকা-সিলেট মহাসড়ককে দ্রুত জ্যামমুক্ত করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে