খুলে গেল দর্শনা বন্দর চেকপোস্ট

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

 

অবশেষে খুলে গেল দর্শনা বন্দর চেকপোস্ট। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) এ বন্দর দিয়ে ৩৫ জন পাসপোর্টধারী বাংলাদেশী ভারতে গিয়েছেন। আর এসেছেন ১০১জন। তবে এখন কেবলমাত্র মেডিক্যাল ও বিজনেস ভিসাধারীরা আসা-যাওয়া করতে পারবেন। এ ক্ষেত্রে আরটিপিসিআর ল্যাব থেকে ৭২ ঘন্টার মধ্যে করা করোনা নেগেটিভ সনদ লাগবে। প্রতি যাত্রীর ৫’শ টাকার ট্রাভেল ট্যাক্স লাগবে।

 

এ বন্দর দিয়ে ২০২০ সালের ১৪ মার্চ বন্ধ হয়ে যায় ভারতে গমন। এরপর ২৩ মার্চ বন্ধ করে দেয়া হয় আগমন। পরে ২০২১ সালের ১৭ এপ্রিল পুনরায় আগমন শুরু হয়। তবে এ সময়ে যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়। এখন থেকে টিকা নেয়া যাত্রীদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে বন্দরে  র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে প্রত্যেককে পরীক্ষা করা হচ্ছে।

 

করোনার মহামারিতে র্দীঘ দেড় বছর বন্ধ ছিল দর্শনা বন্দর চেকপোস্ট। এ সময় ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারীরা এ বন্দর দিয়ে গমনাগমন করতে পারেনি। তবে পন্য আমদানি-রপ্তানি চালু ছিল বন্দরে।

 

যাযাদি/ এস