​ কা‌লিহাতীতে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

 

টাঙ্গাইলের কা‌লিহাতীতে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, ট্রাক চালক মনির (৪৫), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের তিনি ঘটনাস্থলেই নিহত হন।

 

নুরুন্নবী (৩৫) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মতিননগর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে ও শহিদুল ইসলাম (৩৫) জোড়াগঞ্জ উপজেলার  গেড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আহত অবস্থায় সহিত (৩০) চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার আবুল হোসেনের ছেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার এসআই নাজমুল হাসান।

 

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রা‌সেল জানান, শুক্রবার সকালে মহাসড়কের ধলা‌টেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থে‌কে আসা এক‌টি বা‌সের সঙ্গে ঢাকাগামী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এক‌টি গা‌ড়ি‌ আরেকটি গাড়িকে ওভার‌টেক কর‌তে গি‌য়ে এ ঘটনা ঘটে।

 

যাযাদি/ এস