শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ভোলায় নবীকে কটূক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ভোলা
  ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) কে নিয়ে কটূক্তিকারী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে 'র সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখা।

শুক্রবার বিকেলে ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সংসদে আল্লাহ, নবী (স) ও ইসলাম ধর্মকে অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) কে কটূক্তিকারী গৌরাঙ্গ চন্দ্র দে'র সর্বোচ্চ শাস্তি দিতে হব। একই সাথে মহানবী (স) ও ধর্ম নিয়ে ভোলার বোরহানউদ্দিন, মনপুরা, সদর উপজেলায় পৃথক তিনটি ঘটনার বিস্তারিত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং ভেলায় উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কনের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করতে হবে।

তারা আরো বলেন, এই দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে গণ মিছিল, মহাসমাবেশসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলার সভাপতি মাওলানা ইয়াছিন নবীপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহসভাপতি মওলানা আতাউর রহমান, সাবেক সহসভাপতি মাওলানা তাজউদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা ওবায়েদুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইউছুফ আদনান, জাতীয় শিক্ষক ফোরামের ভোলা জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে