প্রধানমন্ত্রীর এসডিজি পুরস্কার বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : কাজি মো. আবদুর রহমান

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

 

 

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি অগ্রগতি পুরস্কার বাংলাদেশের ইতিহাসে অনন্য অর্জন হিসেবে মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে কৃষি ও কৃষকের উন্নয়নে বঙ্গবন্ধু যা করেছেন সে ধারাবাধিকতা বজায় রেখেছেন। কৃষিবান্ধব সরকার হিসেবে প্রধানমন্ত্রী উৎপাদন, পন্যমূল্য, পন্য বাজারজাতকরন, উপকরন সরবরাহ এবং ঋন প্রনোদনা প্রদানের মাধ্যমে দেশে এক অনন্য উদাহরণ সুষ্টি করেছেন। সারা দেশে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে আধুনিক সুবিধাসমৃদ্ধ বাড়ি উপহার প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অসহায়দের স্বপ্ন পুরণ করে চলেছেন।

 

সদর উপজেলার রৌহা ইউনিয়নে শুক্রবার বিকেলে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভুমিহহীনদের জন্য ‘ক’ শ্রেনীর উপহারের বাড়ি নির্মানের স্থান পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান এসব কথা বলেন। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. খবিরুল আহসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। 

 

যাযাদি/এস