পীরগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৯

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পওে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা হয়।

 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সভাপতি গোপী কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহসভাপতি শামিমুজ্জামান জুয়েল,  পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার রমজান আলী। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আরশাদ হোসেন বাবু, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদারানা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সধারণ সম্পাদক নবাব সেলিম,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী সোনিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহআওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভা শেষে কেক কাটা হয়।

 

যাযাদি/ এস