গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

 

 

মেহেরপুরের গাংনীর সাহারবাটির রাস্তায় শাকের বীজ শুকানো ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এনামুল হক নামের এক কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ দণ্ড প্রদান করেন।

 

এনামুল হক সাহারবাটি গ্রামের দাউদ হোসেনের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে প্রকাশ, এনামুল হক গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি নামক স্থানে শাকের বীজ শুকাচ্ছিলেন। এতে জনগণ ও যান  চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের গোচরীভূত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৮ ধারায় এনামুল হককে দোষী সাব্যস্ত করে এ জরিমানা করা হয়।

 

যাযাদি/ এস