সাভারের আশুলিয়ায় নারী উদ্দ্যেক্তাদের বিকাশ সাধদ প্রকল্পের শুভ উদ্বোধন

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭

সাভার প্রতিনিধি

 

 

 

সাভারের আশুলিয়ায় তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্দ্যেক্তাদেও বিকাশ সাধন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সাভার উপজেলাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়। সাভার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শবনম তাহমিনা কবীরের সভাপতিত্বে ও প্রশিক্ষন কর্মকর্তা (তৃনমূল প্রকল্প) জাতীয় মহিলা সংস্থা মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমকায়নে নারী উদ্দ্যেক্তাদেও কিভাবে বিকাশ সাধন করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়।

 

জাতীয় মহিলা সংস্থা সাভার কতৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক ও স্বণির্ভর ধামসোনা ইউনিয়ন চেয়রম্যান মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মি সহ জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

যাযাদি/ এস