ব্রাহ্মণবাড়িয়ায় গোল টেবিল বৈঠক : তথ্য অধিকার আইন মাঠ পর্যায়ে নিশ্চিত করার আহবান

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:১৪

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়ায় গোল টেবিল বৈঠক থেকে তথ্য অধিকার আইন মাঠ পর্যায়ে নিশ্চিত করার আহবান জানানো হয়েছে। তথ্য অধিকার দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে এই আহবান জানানো হয়।

 

সুজন জেলা সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ.কে.এম শিবলীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সুজন সহ-সভাপতি আবদুল মান্নান সরকার। সুধীজনদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম, নীহার রঞ্জন সরকার, শামীম আহমেদ প্রমুখ ।

 

বৈঠকে বক্তারা বলেন, তথ্য পাওয়াটা অধিকার হিসেবে আইন করা হলেও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নেই। বিভিন্ন অফিস থেকে তথ্য পেতে এখনো বেগ পেতে হয়। কর্মকর্তা নানা ধরণের অজুহাত দেখান।

 

যাযাদি/ এস