শিবচরে বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

 

'পুলিশ জনতার, জনতাই পুলিশ, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিবচরে বিট পুলিশং কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ক্রোকচর নতুন বাজারে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিরাজ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ আনিসুর রহমান।

 

ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম মিয়ার সার্বিক সহযোগিতায় এ সময় আরো উপস্থিত ছিলেন ভদ্রাসন ইউপি চেয়ারম্যান আ: রউফ শিকদার, ভান্ডারীকান্দি ইউপি চেয়ারম্যান আবুল কালাম চোকদার, ভদ্রাসন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আ: রহিম বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

যাযাদি/ এস