শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​শেখ হাসিনার জন্মদিনে মানিকগঞ্জে এক লাখ তিন হাজার ডোজ টিকা প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মত মানিকগঞ্জে গণটিকার কার্যক্রম শেষ হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় মানিকগঞ্জের দুটি পৌরসভা ও সাতটি উপজেলার ৬৫টি ইউনিয়নে এক যোগে টিকা কার্যক্রম শুরু হয় যা উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা.আনোয়ারুল আমীন আকন্দ জানান, মানিকগঞ্জের সাতটি উপজেলায় ৬৫টি ইউনিয়নের ৬৫টি কেন্দ্র এবং দুটি পৌরসভার সাতটি কেন্দ্রে মোট এক লাখ চার হাজার চরশত টিকার মধ্যে এক লাখ তিন হাজারের বেশি টিকা প্রদান করা হবে। তিনি বলেন, টিকা গ্রহনে যারা নিবন্ধন করতে পারেননি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাদের ভোটার আইডি কার্ড দেখে ভোগান্তি ছাড়া টিকা প্রদান করা হয়েছে।

এদিকে টিকা গ্রহনে জেলার কোথাও কোন ধরনের গোলমালের খবর পাওয়া যায়নি। জেলার প্রতিটি টিকা কেন্দ্রে স্থানীয় জনপ্রতিনিধিরা তদারকি করেছেন।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী সকালে টিকা কার্যক্রম শুরু হওয়ার পর কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেছেন। তিনি বলেন,আমার পৌরসভার নয়টি ওয়ার্ডের কোথাও কোন ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যারা এতদিন টিকা গ্রহন করেননি তারা উৎসাহ নিয়ে টিকা গ্রহন করছে এসছেন।

এদিকে কোন রকম ঝামেলা ছাড়া টিকাগ্রহন করতে পারায় খুশি টিকা গ্রহনকারীরা। তারা সহজেই টিকা নিতে পারায় ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনাকে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে