শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বজ্রপাত নিয়ন্ত্রণে গ্রামীণ সড়কে তালবীজ রোপন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮

মটির ক্ষয়রোধ ও বজ্রপাত নিয়ন্ত্রণের লক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ সড়কে সেচ্ছা শ্রমের ভিত্তিতে তালবীজ রোপন করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ-বাশুরিয়া সড়কে ৪কিলোমিটার রাস্তার দুইধারে এক হাজার তালবীজ রোপন করা হয়। শহীদ তিতুমীর কলেজের বিজ্ঞান বিভাগ ৪র্থ বর্ষের ছাত্র সেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্ত জীবনের কার্যকরী সদস্য উপজেলার আটঘরিয়া গ্রামের তাজ উদ্দিনের নেতৃত্বে ঐ গ্রামের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা এই কর্মসূচি বাস্তবায়ন করে।

কর্মসূচির উদ্বোধন করেন ধানগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি মুক্তজীবনের সভাপতি সাংবাদিক দীপক কুমার কর, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, ধানগড়া মহিলা কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম, মন্য়োারুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে