​নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে হয়েগেল নৌকাবাইচ

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

 

 

উৎসবমুখর পরিবেশে নওগাঁর নিয়ামতপুরে শীব নদীতে  অনুষ্ঠিত হলো নৌকা বাইচ। মঙ্গবার বিকাল ৪টার দিকে মালঞ্চি মৎসজীবী পাড়ার উদ্যাগে এ নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়।  ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক উৎপল কান্ত সরকারের সার্বিক সহযোগিতায় ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

 

গাবতলী, মালঞ্চি গ্রাম এলাকায় জাঁকজমকপূর্ণ এমন নৌকাবাইচকে ঘিরে ওই এলাকায় উৎসবের আমেজে মেতেছিল। এছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও অসংখ্য মানুষ এই আয়োজন দেখতে শীব নদীর দুই পাড়ে ভিড় জমান। বিভিন্ন আকৃতির বাহারি নৌকা আর রংবেরঙের পোশাক পরে প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেন নৌকা প্রেমীরা। এদিকে প্রতিযোগিতার সময় ঢাকঢোলসহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও নাদিরা বেগম, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।

 

নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

 

যাযাদি/ এস