​পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

 

 

পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।

 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পাইকগাছা সরকারি কলেজ, সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় কেককাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, স্মারক বৃক্ষরোপন, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

 

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা কমিটির সহ-সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বিজন বিহারী সরকার, আলহাজ্ব মুনছুর আলী গাজী, দীপক কুমার মন্ডল, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জিএম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, নির্মল চন্দ্র অধিকারী, শংকর দেবনাথ, নির্মল মন্ডল. শেখ ইকবাল হোসেন খোকন, বিভুতি ভুষন সানা, হেমেশ চন্দ্র মন্ডল, হেদায়েত আলী টুকু, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, তৃপ্তি রঞ্জন সেন, দেবব্রত রায় দেবু, জগদীশ রায়, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌরঙ্গ মন্ডল, মিজানুর রহমান মিজান, পরেশ মন্ডল, দীপংকর মন্ডল, গৌতম রায়, মৃনাল কান্তি বাছাড়, শেখ জুলি, খুকুমনি, ফতেমা তুজ জহুরা রুপা, সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে জাতীয় শিশু ও কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর ও এ্যাডঃ শিবু প্রসাদ সরকার। অনুরূপভাবে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে পাইকগাছা সরকারি কলেজ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রধান শিক্ষক খালেকুজ্জামানের সভাপতিত্বে সরকারি উচ্চ বিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়।

 

যাযাদি/ এস