পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মমতাজ বেগম-এর যোগদান

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মমতাজ বেগম। তিনি মঙ্গলবার দুপুরে বিদায়ী নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বাগেরহাটে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

ইউএনও মমতাজ বেগম ২০১৪ সালে বিসিএস ৩৩তম ব্যাচে প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদান করেন। মমতাজ বেগমের জন্ম স্থান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে। পিতা মোক্তার হোসেন একজন মুক্তিযোদ্ধা। মাতা মিসেস জাহানারা বেগম। পিতা-মাতা দু’জনই সরকারি কর্মকর্তা ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে মমতাজ বেগম ছোট। স্বামী শাহ মোঃ তারিক হোসেন খুলনার সরকারি বিএল কলেজে সহযোগি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত জীবনে দুটি মেয়ে সন্তান রয়েছে মমতাজ-তারিক দম্পতির।

 

যোগদানের পর নবাগত ইউএনও মমতাজ বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিৎ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রকৌশলী হাফিজুর রহমান খান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক আছাদুল ইসলাম, আব্দুর রহমান ও ফসিয়ার রহমান।

 

যাযাদি/ এস