ঘোড়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন পালিত

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:২৯

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদার অব হিউম্যানিটি গনতন্ত্রের মানসকন্যা মাননীয়  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫  তম  জন্ম  দিন  পালিত  হয়েছে।

 

মঙ্গলবার  ( ২৮ সেপ্টেম্বর)  ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ আয়োজনে  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি   ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন  বিভিন্ন  কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।  সকাল সাড়ে  ৮ টায়  ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে  (রানীগঞ্জ)  জাতীয়  ও দর্লীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে  মসজিদে মোনাজাত  ও দোয়া মাহফিল, মন্দির  ও গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

 

বিকাল ৪টায় উপজেলা  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা  চেয়ারম্যান  আব্দুর রাফে খন্দকার সাহানশা।  উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক  মনোরঞ্জন মোহন্ত ভুট্টু র সঞ্চালনায় আরও  বক্তব্য রাখেন,   উপজেলা আওয়ামী লীগের  সহ সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ  রশিদুল আলম পল্লব,  আসাদুজ্জামান পয়েল , সাংগঠনিক সম্পাদক সদের আলী খন্দকার, ঘোড়াঘাট  পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস মন্ডল, সাধারণ  সম্পাদক আসাদুজ্জামান,  বুকাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক  শাহিনুর রহমান প্রধান, পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ময়নুল ইসলাম,  সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক  আবদুল মান্নান মন্ডল, ঘোড়াঘাট  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম আওয়ামী লীগ নেতা  জয়নাল আবেদীন, আবদুর রহিম,কাজী নজরুল ইসলাম,  আসাদুজ্জামান পয়েল, ফারুক খন্দকার,ফয়সাল আলম,বদরুল আলন, মনির মোল্লা, রফিকুল ইসলাম,   আনোয়ার হোসেন লস্কর,   সমাজ সেবক  কাজী ইসমেত আহমেদ রুশ্ দ চৌধুরী,  মাথিয়াস মারাডি, রুশিনা সরেন, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী যুব লীগের  সাবেক  সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম । আলোচনা শেষে কেক কাটা হয়।

 

যাযাদি/ এস