পটুয়াখালীতে ৫টি ইঞ্চিন চালিত নৌকাসহ ২২ জেলে আটক

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২১, ১৭:৪৩

পটুয়াখালী প্রতিনিধি

 

পটুয়াখালীর বাউফলে ১শ‘ ৫০কেজি মা ইলিশ,  ১৩ লক্ষ মিটার সুতার জাল, দেড় লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫ টি ইঞ্চিন চালিত নৌকাসহ ২২ জেলেকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ।

 

শুক্রবার রাত নয়টা থেকে শনিবার বেলা এগারোটা পর্যন্ত তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব মাছ ও জাল জব্দ করা হয়। পরে আটককৃত ২২ জেলের মধ্যে ১০ জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। অপর ১২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়।

 

কালাইয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই গিয়াস উদ্দিন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযানে জব্দ হওয়া মাছ বিভিন্ন এতিমখানার মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, ইলিশের প্রজনন মওসুম নিরাপদ রাখতে আগামী ২৫ অক্টোর পর্যন্ত মৎস্য বিভাগ,জেলা ও উপজেলা প্রশাসন,নৌ পুলিশ ,কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই অভিযান অব্যাহত থাকবে।

 

যাযাদি/ এস