শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​শ্যামনগরে বার্লিনে পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২১, ২১:১৬

করোনার মহামারীতে স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে।

উপজেলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দৃশ্যমান লাইটিং, সুনিপুন ডেকারেশন , সুসজ্জিত ব্যবস্থাপনা সহ অন্যান্য বর্ণিল সাজে সাজানো হয়েছে বিভিন্ন মন্ডপ গুলি । শঙ্ক ধ্বনী, উলু ধব্বনী, ঢাকের বাদ্য বাজনায় মুখরিত মন্ডপ সমূহ। সাথে সাথে মাইকে শোনা যাচ্ছে ধর্মীয় সঙ্গিত ও মন্ডপ থেকে পুরোহিতের মন্ত্র উচ্চারণ পাঠ।

সকাল থেকে অধিক রাত্র পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকছে বিভিন্ন পুজা মন্ডপ। সরজমিনে দেখা যায় মন্ডপে মন্ডপে সনাতন ধর্মালম্বীরা তাদের আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের কুশল বিনিময় করছেন একই সাথে কেহ কেহ পুজার সামগ্রী ,নতুন বস্ত্র বা অন্যান্য জিনিস বিনিময় করছেন। নতুন পোষাকে নতুন সাজে পারিবারিকভাবে, বন্ধু বান্ধব সহকারে পুজা মন্ডপ ভ্রমন করছেন। শুধু নিজ উপজেলা নয় অন্যান্য জেলা বা উপজেলার দর্শনার্থীরা শ্যামনগর বিভিন্ন পুজা মন্ডপের প্রতিমা দর্শন করতে এসেছেন বা অসছেন। এ সময়ে প্রতিটি এলাকায় প্রায় প্রতিটি হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আত্নীয় স্বজনের সমাগম ঘটেছে। দূরদুরান্ত থেকে আগমন ঘটেছে অনেকের।

শ্যামনগর পুজা উদ্যাপন পরিষদ সুত্রে প্রকাশ উপজেলায় এবার ৬৫ টি মন্ডপে শারদীয় দূগা পুজা অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন অনুযায়ী পুজার সংখ্যা হল ভূরুলিয়া ০৩ টি, কাঁশিমাড়ী ০২ টি, শ্যামনগর ০৯ টি, নুরনগর ০৩ টি, কৈখালী ০৫ টি, রমজাননগর ০৭ টি, মুন্সিগঞ্জ ১০ টি, ঈশ্বরীপুর ০৪ টি, বুড়িগোয়ালিনী ০৯ টি, আটুলিয়া ০৯ টি, পদ্মপুকুর ০২ টি, গাবুরা ০২ টি সহ মোট ৬৫ টি।

শ্যামনগরে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নিরাপত্তার জন্য রয়েছে শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে এলাকায় কোন আইন শৃংঙ্খলা পরিপন্থি কোন কর্মকাণ্ড ঘটাইতে না পারে সে লক্ষে শ্যামনগর থানা পুলিশ প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে। এ ছাড়া মন্ডপে মন্ডপে রয়েছে পুজা মন্ডপ কতৃক স্বেচ্ছাসেবক বাহিনী। নিরাপত্তার জন্য রয়েছে আরও অন্যান্য ব্যবস্থা।

উপজেলার বিভিন্ন এলাকায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন ও করছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। পরিদর্শনকালে সকলে মন্ডপ কমিটি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করছেন।

শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখা, বাংলাদেশ পুজা উদ্যাপন শ্যামনগর উপজেলা শাখা, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখা সহ অন্যান্য হিন্দু ধর্মীয় সংগঠননেতৃবৃন্দ পুজা পরিক্রমা করছেন। দূর্গোৎসবের মহাঅষ্টমীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের নেতৃত্বে ভারপ্রাপ্ত সভাপতি বিষ্ণু পদ মন্ডল সহ অন্যন্যাদের উপস্থিতিতে পুজা পরিক্রমা করা হয়।

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুজা মন্ডপ সভাপতি কৃষ্ণানন্দ মুখ্যার্জী ,নকিপুর ব্রা²ণপাড়া সার্বজনীন দূর্গাপুজা মন্ডপের সভাপতি সহ অন্যান্যরা বলেন করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গোৎসবের কার্যক্রম চলছে। সবমিলিয়ে শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালী হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলছে এক অন্যান্য উৎসবের আমেজ। আগামী ১৫ অক্টোবর শুক্রবার বিজয়াদশমীর মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে