বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

​দেড়কোটি শিশুকে ভ্যাক্সিনের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
  ১৪ অক্টোবর ২০২১, ১৭:৫৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পর্যায়ক্রমে দেশের দেড় কোটি শিশুকে ভ্যাক্সিনের আওয়ায় আনা হবে।

আজ দুপুরে মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের টিকা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষনা দেন।

মন্ত্রী আরো বলেন, করোনা দেশে অনেক ভালো অবস্থানেআছে। সংক্রমনের হার নেমে ২.৪ শতাংশে এসেছে। বর্তমানে ২০ কোটি ভ্যাক্সিন কেন্ আরো ৮ কোটি প্রত্রিয়াধীন। এই ২৮ ভ্যাক্সিন দিয়ে দেশে ৮০ ভাগ মানুষকে ভ্যাক্সিনের আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্টানে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং আটিগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হেয়ছে|

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খোরশেদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালন অধ্যাপক ডঃ নাসিমা সুলতানা, অধ্যপক ডঃ সাবরিনা ফ্লোরা, ঢাকা বিভাগীয় পরিচালক মো. বেলাল হোসেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে